স্বপ্নালু মায়াবী চোখে দাঁড়িয়ে আছি
সমুখে অনন্ত জলরাশি,
মোহময় দিগন্তে তারা ঝিকিমিকি
অপূর্ব সে আলোয় মোহিত আমার অন্তরাত্মা।
শুধু মনে হয় -কবে উড়বে আমার স্বপ্নের ঘুড়ি,
সমস্ত পৃথিবীর তারকাময় উজ্জ্বল আলোকে
প্রজ্বলিত হবে ঘুড়ি , নানা বর্ণ গাঁথায়
ছোট ছোট ফুলকি হয়ে ঝরে
ছড়িয়ে দেবে হৃদয়ের না বলা কথামালা,
পৃথিবীর ভূমিতলে সুধামাখা বরিষনে।
মনের অতলান্তে গচ্ছিত স্বপ্ন যেন স্বপ্নই
না হয়ে থাকে-
সমুখে রয়েছে অনন্ত জীবন বিস্তার।
নীল ছায়াপথ ধরে ভুলেও কখনো আমি
ঘটাইনা অনিদ্রায়–
এলেবেলে সালোক সংশ্লেষ
ব্যথা চন্দন চুয়ায়।
তবুও অজান্তে কখন যেন আকাশ চুঁয়ে
শূন্যতার কুয়াশা নেমে আসে,
উল্টে পড়ে আমার সাধের স্বপ্নের বাটি।
অজানা আশঙ্কা গ্রাস করে স্বপ্নের ঘুড়ি
ভূপতিত হয় অকালে
ঘুমভাঙ্গা কালো ভবিষ্যতের অতল গহবরে।