পরপর সিঁড়ি। নেমেছে সিঁড়ি সপ্তপাতালে।
সেখানে সাজানো হাজার চুম্বক।
চুম্বকের চুম্বনে পা দুটি
কম্পনে তড়িত গতিতে অগ্রসরমান
দোজখের ঘৃণ্য প্রবেশদ্বারে।
সেখানে হাত বাড়িয়ে সর্বশক্তিমান,
সহাস্য অভ্যর্থনায় যমের কাছে শিখি
আধুনিক সিলেবাস –
শূলে তিনি চড়ালেন না,
শুধু থুতুর সাগরে দিলেন ভাসিয়ে।
তা থৈ থৈ থৈ থুতুর ভেতর
অঙ্কখানি অতি সহজ-সরল–
হৃতের হুঁশের খবর জানুক মানুষ
হৃত মানের খবর জানুক মানুষ
আর চিনবে সঠিক আবাস অতঃপর।