কোজাগরী লক্ষ্মী পূজা আশ্বিনের পূর্ণিমায়
স্বর্গে ফিরে গিয়েই দেবলক্ষ্মী হারিয়ে যায়।
অসুরদের ভয়ে ঠাঁই তার সমুদ্রের তলায়
দেবতারাও লক্ষ্মীকে তেরোতম দিনে খুঁজে পায়।
পুরাণে দেবাসুরের সমুদ্রমন্থন হয়
কার্ত্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যায়।
সমুদ্রমন্থনে হাতে নিয়ে অমৃত কলস
দেববৈদ্য ধন্বন্তরী এলেন উঠে দিন তেরস।
মন্থনের অন্তিম পর্ব দশায়
লক্ষ্মীও সহস্র ফণায় ছত্রমাথায়।
সার্থক ধন্বন্তরীর রোগ নিরাময়
লক্ষ্মীকে বরণ করে স্বর্গ আলোকমালায়।
কোজাগরী পূর্ণিমা থেকে দীপান্বিতা অমাবস্যায়
পনেরো দিন ধরে লক্ষ্মীর হয় আরাধনা।
এই তিথিতে অশুভ শক্তির বিনাশের আশায়
প্রদীপ জ্বালিয়ে ধনদেবীর হয় উপাসনা।
চাই সুস্থ্য নীরোগ জীবন কামনায়
দিনটি সুসজ্জিত হয় দীপমালায়।
আজ শুভ লগ্নে সমৃদ্ধির ত্রয়োদশী
কুবেরের আরাধনায় ব্যস্ত সমস্ত গৃহিবাসী।