একটানা কয়েকটা দিন
একভাবে কেটে গেলে ক্লান্তি আসে
আলমোড়া ভেঙে অলস সকাল
চিঠি লেখে
রোদ্দুর রঙের অক্ষরের বর্ণপরিচয়
শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বেনামি চিঠি
কয়েকটা শুঁড় ওয়ালা বুড়ো ঘাসের
জন্মকথা
ভিড় করে আসে চেনা ডাক
শুধু ডাক নয় ডাকনাম
ক্ষীণ আলোয়
ঈশ্বর যখন হয় মস্তিষ্কের কলম
আমি অর্ধেক রাত জেগে লিখতে থাকি
পরের সকালের ফলকনামা।