এভাবেই ঢেউ ঢেলে দিই স্রোতের পাতায়
সুন্দর আসবে বলে মাঝ দরিয়ায় ,
পেতেছি পরাগধানির পালের বাতাস
জুঁই ভোর, দিব্যি দিলাম , একটু দাঁড়াস ।
আমিও সঙ্গে যাবো ছন্নছাড়া
তেঁতুলের পাতায় সুজন ন’জন হারা ,
হেরেছি শুধুই নাকি , পাইনি কি জয় !
বাটে বল আস্তে ঠেকাই , ছক্কাতে ভয় ।
ভয় তবু ভাসাই ভীড়ে উপরি চাওয়া
না পেলেই হুতাশ হাওয়ায় নৌকা বাওয়া ।
চাওয়া আর পাওয়ার ফাঁকে এক পৃথিবী
কীভাবে ভরাট ভরি মধ্যজীবী !
অতৃপ্ত বোধেই বাড়ি অক্ষমতায়
সুন্দর আটকে মাঝে , তীর জড়তায় ।
অ-সুখী বিষাদ বিলাস পদ্যমুখী
মুছে মুখ জীবন করো শূন্যে সুখী ।