শিশুবেলা যাহার কাছে
হাতেখড়ি হলো শুরু,
স্নেহময়ী জননী যে
আমার শিক্ষা গুরু।
চলতে বলতে আচার নীতি
শেখান আমায় তাঁরা,
তারপরেতে বিদ্যালয়ে
শিক্ষক ছিলেন যারা।
শিক্ষায় ঘুচান অজ্ঞানতা
জ্ঞানের আলো মেলে,
দূর করে দেন মনের কালি
শিক্ষার দীপক জ্বেলে।
চলতে শেখা সঠিক পথে,
তাঁদের মান্য করে,
শিক্ষাগুরু পথ প্রদর্শক
শেখান হাতে ধরে।
শিক্ষা দান যে জীবন ব্রত,
মানেন মনে প্রাণে,
শিক্ষা ফুলে সুবাস ছড়ায়
জ্ঞান পুষ্পেরই ঘ্রাণে।
শিক্ষাগুরু রাধাকৃষ্ণণ
তাঁর জন্মদিনকে স্মরে,
শিক্ষক দিবস পাঁচ সেপ্টেম্বর
রাখেন অমর করে।