আচ্ছা, এমন যদি হ’ত এই ধরা
মায়াবী আলোয় রুপালি জোছনা ভরা!
মুছে যেত সব অন্ধকারের ছায়া
কিরণমালির প্রভায় !
স্নিগ্ধ পরশে মানুষ সবাই নম্র সভ্যতায় গড়া!
পৃথিবী দিন দিন বদলে যাচ্ছে ,
ছুটছি অতি দ্রুতবেগে সময়ের তালে।
চেনা মানুষ সব যেন অচেনা,
আদর্শ নিয়েছে ছুটি..
সহানুভূতি,বিবেক তলানিতে ।
এ কেমন গ্রহে করছি বাস!
চারিদিক শুধু লাল,
লাল লালিমায় ঢাকা।
বাকি রং মিলেমিশে একাকার
অন্ধকার,
চাপ চাপ লালে, নদী নালা সব গেছে ভরে,
স্নেহ মমতা,মায়া ভালোবাসা চির অবসরে ।
নীল গ্রহ আজ উল্লাসে মত্ত
উন্মাদ সে কি উন্মাদনা,
পাথুরে কঠিন লাল গ্রহ নিয়ে !
নেই যেথা প্রাণ নেই বিবেকের বালাই,
মুছে যাচ্ছে সব ধীরে-ধীরে –
সবুজে ভরা জীবনের স্পন্দন।
সবুজ হারিয়ে উন্মাদনায়
নীল গ্রহ বেছে নিয়েছে লালের বন্ধন।