রাজায় রাজায় যুদ্ধ বাঁধে
প্রজা যত মরে,
নেতা মন্ত্রী মস্তিতে রয়
শীততাপ নিয়ন্ত্রিত ঘরে।
গরিব জনের ঘাড়েই চাপে
সকল অন্যায় দোষ,
রাঘব বোয়াল দাপায় ঘুরে
দেখায় প্রতাপ রোষ।
সুবিধাবাদী আছে অনেক
ওজন মেপে চলে,
স্বার্থসিদ্ধির তরে সদাই
সুযোগ খুঁজে তলে।
দুমুখো সাপ হয় যে তারা
গুছায় স্বার্থ ভূরি,
তালেগোলে দিনদুপুরে
করে পুকুর চুরি।