ভালোবাসায় বসত তোমার
রয়েছো হৃদয় জুড়ে,
তবে কেন আড়াল হলে
দহনে বুক পুড়ে।
পরাণ পাখি কোথায় গেলে
বিরহ জ্বালায় জ্বলি,
মনের ব্যথা যায়না সহা
কার কাছে বা বলি!
চাতক আঁখি পথের পানে
অবোধ মন না বুঝে,
চারপাশে ছায় গহন আঁধার
তোমায় বেড়াই খুঁজে।
নিদ আসেনা আঁখি পাতে
শ্রাবণ চোখে ঝরে,
দোহাই তোমার মান করো না
ফিরে এসো ঘরে।
ভালোবাসায় রাখবো ভরে
তোমায় প্রণয় পুরে,
আজো যেগো রয়েছো তুমি
আমার হৃদয় জুড়ে।