আবেশের রেশ হতে থাকে সঞ্চারিত;
বৃষ্টির রোমান্টিক পশলায় দুটি মন অণুক্ষণ,
নির্জন নীরবতায় সিক্ত হয় সোহাগজলে;
সান্নিধ্যের ছোঁয়ার বিষন্নতায় জাগে শিহরণ।
সম্মোহনের কার্নিশে আচমকা মেঘ ভাঙা বৃষ্টি,
থেমে যাবে অপেক্ষা?
উহূ! ভেজা পালক যে প্রোথিত আপোষহীন গভীরে….
পিচ্ছিল পথ ধরে অপূর্ণতা ও সীমাবদ্ধতার শেষ অধ্যায়,
ফের পরিব্রাজন!
ভৌগলিক অক্ষাংশ এবং দ্রাঘিমা ঝালিয়ে নেবার সহজপাঠ।
সময়ের আবেশের সুরে রিমঝিম মূর্ছনা;
অপ্রাপ্তির সীমাহীন প্রস্তর লিখনে স্বপ্ন ঠাঁয় দাঁড়িয়ে,
চোখ জুড়ে প্রত্যাশার রংধনু ঝিলিকে;
অনুরণনের রোদ্দুরে মন হারায় মনমাঝারে।