মৌচাক বাড়ে মনে মনে
ফোঁটা ফোঁটা ঘাম,
ক্লান্তির ফসল ঝরে পড়ে
বাবুদের সৌখিন আলমারীতে।
মৌমাছিদের স্বাধীনতা হামাগুড়ি দিয়ে
বারান্দায় কাঠের রেলিং এ ঝুলে ;
পায়ের তলার পৃথিবী সরে আসে ,
বাবুদের মজাক পাথরের বিস্তীর্ণ উঠোন
ঝকঝকে তকতকে,
তাই লোভ ও ভয়ের দ্বৈত পাটাতনে বাড়ে
ক্ষয়ে যাওয়া মৌচাক,
তবুকি পায় তারা মধুর আস্বাদ?