বঞ্চনা জুড়ে সমস্ত মেয়েবেলা
দীঘির পাড়ে কৃষ্ণচূড়ার গাছ
চৈত্ মাসে শিবের গাজন মেলা
নদীর জলে খেলত তারোই মাছ ।
দুষ্টুমিভরা এক একটা দিন খাস
মায়ের শাসন পিঠেই ছবি আঁকে
পুকুরঘাটে সাঁতার জলোচ্ছ্বাস
লুকোচুরি হারায় পথের বাঁকে ।
ফাঁকি গুলো পথেই ছিল পড়ে
একটা করে কুড়িয়েছি প্রতিদিন
মুক্তবাতাস শিউলি গন্ধ ভোরে
কন্যকাটির ইচ্ছেডানা ক্ষীণ ।
হঠাৎ দিনে ইষ্টিকুটুম গান
খুশি গুলোর উপচে পড়া ভীড়
মরা গাঙে বইতো সুখের বান
কপোতকূজন ভরতো ছোট্ট নীড় ।
গোধূলি আলো ছুঁয়ে যায় ঘরবাড়ি
সারে সারে বিহঙ্গরা ফেরে
ক্লান্ত শিশুর মিথ্যে মারামারি
স্বপ্নগুলো সময় নিয়েছে কেড়ে ।