মেঘের ছানা দলে দলে
চলছে দূরের পার,
রামধনু রঙ ছড়ায় যেথা
সাতটি রঙ বাহার।
স্বর্গগঙ্গা মন্দাকিনীর
স্নিগ্ধ ধবল রূপ,
দেখতে বুঝি যাচ্ছে সেথায়
রবির ঝিলিক ধূপ।
পেঁজা তুলোর পানসি যেন
চলছে রাশি রাশি,
ঢেউ তুলে ধায় নীলের মাঝে
হেলে দুলে ভাসি।
বকের পাতি উড়ছে যে গায়
লাগছে কুবলয়,
অম্বরলোকে এমন শোভা
শরৎকালে হয়।