আমার আবাদি রোদলন্ঠন
পথ হারিয়েছে কালো মেঘের ভিড়ে,
গৃহত্যাগী বাতাস ছুটে আসে প্রবল তোড়ে l
আমার কব্জিতে বদ্ধ দৃঢ় প্রত্যয়ের ডাক,
উজ্জীবিত করে রক্তমশালের গগনভেদী হাঁক l
জীবনসীমান্তে ওড়াই আগ্নেয় ধূমকেতু,
তুচ্ছ করে সমীপের মৃত্যুর সেতু ll
আমার আবাদি রোদলন্ঠন
পথ হারিয়েছে কালো মেঘের ভিড়ে,
গৃহত্যাগী বাতাস ছুটে আসে প্রবল তোড়ে l
আমার কব্জিতে বদ্ধ দৃঢ় প্রত্যয়ের ডাক,
উজ্জীবিত করে রক্তমশালের গগনভেদী হাঁক l
জীবনসীমান্তে ওড়াই আগ্নেয় ধূমকেতু,
তুচ্ছ করে সমীপের মৃত্যুর সেতু ll