রক্তজবা এনেছি তুলে
মায়ের পূজা লাগি,
গাঁথবো মালা রেশম ডোরে
সারাটি রাত জাগি।
দুলবে গলে একশো আটে
ফুলের শোভা কবে,
পঞ্চ জবা লালের রঙে
মায়ের পুজো হবে।
পুরুত দাদা বেজায় খুশি
রক্তজবা পেয়ে
মনের সুখে সাজায় মাকে
মুক্তকেশী মেয়ে।
হিবিস্কাস বাগানভরে
জবা কুসুম বলে,
নাতির প্রিয় চায়না রোজ
জবা জাতির দলে।
ভোর রাত্রে ফুল চয়ন
বাগান খালি করে,
জবার কুঁড়ি তুলবো আগে
ফুলের সাজি ভরে।
টাটকা ফুল চরণ তলে
রাখবো শত শত,
শ্যামা মায়ের চরণ ধূলা
রাখব শিরে তত।