মনে আছে সুপর্না ?
প্রথম নদীর পাড়ে ঘুরতে গিয়ে দুজনা আনমনা ।
আমাদের কিন্তু ভালবেসে বিয়ে নয় ।
দেখাশোনার আগে ছিল না পরিচয় ।
আমার কিন্তু এতটুকু কষ্ট হয়নি মেনে নিতে ,
তোমারে গ্রহীতে, আদ্যপ্রান্ত সামাজিক রীতিতে ।
এখন আমাদের সুখের সংসার ।
দেখতে দেখতে, বারোটা বছর হয়ে গেল পার ।
বিচ্ছেদের চিন্তা ভুলেও আসেনি মনে ।
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছি আত্মার বন্ধনে ।
বিয়ের আগে দুজনে, একই কলেজে পড়তাম ।
অথচ তখন ছিলে তুমি অপরিচিত নাম ।
আমাদের সম্পর্কটা, ওদের ভাষায় প্রেমহীন ।
অথচ সাত জনমে তোমায় ছাড়বো না কোনদিন ।