ভেঙে চুরমার। স্বপ্নের মিনার। ভগ্নদশার
প্রদেশ-চাতালে অশুভের কানাকানি!
উলঙ্গের ভয়াবহ নাচনের হাতে অতঃপর
অশান্তির দিন গুজরান।
ভাঙা চালচুলো। হতাশার দিনগুলো।আবার কবে
নড়বড়ে পালে দখিন হাওয়া?
ভঙ্গুর ভালবাসা। সময়ের ভারী গোঁসা। গোমড়া
দুনিয়ায় হাসবে কবে গোলাপ-হৃদয়খানি?
ভাঙাভাঙির চেনাস্রোতে তবুও গড়নের নজর
ফাঁকফোকরে, হয়তো সঙ্গী ভগবান!
ভাঙনের দামাল শিক্ষা। মানুষটা নিক দীক্ষা। আবার
ভাবনার স্পষ্ট দিশায় দুর্লভের দর্শন পাওয়া।