কাজল মেঘে সজল বায়ে
ধূসর ওড়না দিয়ে গায়ে
বৃষ্টি মেয়ে আসে,
রিমিঝিমি ছন্দ তালে
মধুর হেসে বৃষ্টি ঢালে
ধরা সুখে হাসে।
ঘর্ষণ লাগলে মেঘে মেঘে
বিদ্যুৎ ঝলসায় ভীষণ বেগে
ক্ষেপে বৃষ্টি মেয়ে,
ঝড় তুফানে উছলে পরে
কখন বা সে অঝোর ঝরে
নামে গগন বেয়ে।
বৃষ্টি মেয়ের মধুর তানে
কদম ফুটে মিষ্টি ঘ্রাণে
ময়ূর পাখা মেলে,
চাষী চলে লাঙল কাঁধে
রাশি রাশি স্বপ্ন বাঁধে
সকল দুঃখ ঠেলে।