বিচিত্র কথামালা চিত্র বিচিত্র অঙ্কনে
কত কাব্যকথা সামনে ধরে,
বিচিত্র কাণ্ড কারখানা পুস্তক জুড়ে
বিচিত্র ভাবনায় মন ভরে।
বিচিত্র পোশাক মস্ত গোঁফের বাহার
সার্কাস জুড়ে দৌরাত্ম্য করে,
বিচিত্র মজায় হাসিতে পেট ফাটে
জোকারের রঙ্গে হেসে মরে।
বিচিত্র সৌন্দর্য আমাদের দেশের সম্পদ
পাহাড় নদী সাগরে পাবে,
বিচিত্র ফুলফল পাখি বিশ্ব জুড়ে
ঋতু অনুযায়ী পাল্টে যাবে।
বিচিত্র পেশায় আছে নানান বৈচিত্র্য
এক এক রঙ্গমঞ্চ ভবে,
বিচিত্র চিকিৎসা চলছে সর্বক্ষেত্র জুড়ে
অসাধারণ ফললাভ বিশ্বে রবে।
বিচিত্র লীলা ঠাকুরের দেখে ভক্ত
ব্রহ্মা বিষ্ণু শম্ভু রূপে,
বিচিত্র পূজাপাঠ বিভিন্ন সময় ধরে
ভক্তগণে নিভৃতে ডাকে চুপে।
বিচিত্র লোভ লালসা হিংসা দ্বেষ
মানুষের স্বভাব এতে নষ্ট,
বিচিত্র যুদ্ধ রণকৌশল নিত্য চলে
শিশু বৃদ্ধ সবার কষ্ট।