পরের সমালোচনা ত্রুটি ধরা
এক শ্রেণীর লোকের কাজ,
সবজান্তা ভাব চাটুক্তি সাথে
দেখায় সবেতে রাজ।
নিজেকে ভাবে বিশাল পন্ডিত
পারদর্শী প্রতিভার,
আসলে সে নিজেও জানে
প্রচারের বক মাষ্টার।
কথায় কথায় খবরদারি সবেতে
হীন ব্যক্তিত্বের পরিচয়,
লোকে না মানুক আমিই শ্রেষ্ঠ
দেখানো স্বভাব অতিশয়।
এমন লোকের সংখ্যা ভালোই
দেখতে সমাজে পাবে,
যোকোনো ত্রুটি ধরে বিজ্ঞের মতো
পান্ডিত্য ফলাতে যাবে।
এরা আসলে হীনমন্যতায় ভুগে
করতে চায় নিজেকে জাহির,
লোকলজ্জা বোধ নেইকো মোটেই
সমালোচনায় মতি স্থির।
বন্ধু সেজে থাকবে পাশে
দেখাবে ভালোবাসা প্রীতি টান
মিশলে পরেই খবরদারির বহর
করবে অপমান, অসম্মান।