দু’মুখো মনের আয়ু স্নায়ুহীন হ’লে
কে দেবে বিষাদ ?
অনুর্বর সাদা পাতার প্রান্তরে
কে দেবে সৃজনের সবুজ আলপনা ,
বিশুদ্ধ নিঃসঙ্গতার মতো শ্রেষ্ঠ বন্ধু না হলে ?
স্মৃতির রাজ্যে কোনও ইচ্ছুক অনিচ্ছুক নেই ,
কিভাবে ভাববে বহু , বোধ না ভাবালে ?
দ্বিধা আর দুঃখ বোধ যতদিন বেঁচে
মানবিক প্রতিভার মাংস সুস্বাদু !
আসলে জটিল নয় মধ্যমেধা সুখ ,
শুধু ব্যতিক্রমী মাছি এসে উড়ে বসে
যুগপৎ ফুল আর মৃতের সুবাসে ।