বিশ্বের অনেক অনেক বিখ্যাত সেতু বা ব্রিজ আছে।
আমার স্বচোক্ষে দেখা কলকাতা ও হাওড়া কে এক সুতোয় বাঁধা গঙ্গা নদীর উপর ‘হাওড়া ব্রিজ’।
আমিও ওরকম একটা প্রখ্যাত ব্রিজ বানাবো এই সমাজ নদীর উপর, নাম দেবো ‘ফিল্টার ব্রিজ’।
নিখুঁত দুটো স্বর্গকে একসুতোই বাঁধা ফিল্টার ব্রিজ।
ফিল্টার ব্রিজ করতে সাড়ে বারো হাজারের বেশি নরবলি লাগবে!
এ দেশে সাড়ে বারো হাজারের বেশি ধর্ষক আছে তো! চিন্তা কীসের?
অতএব ব্রিজ নির্মানের কাজ শুরু করা হোক!