ঝড় উঠেছে হৃদয় জুড়ে
দখিনা বাতাস সনে,
পলাশ শিমুল রঙের মেলায়
প্রেম শিহরণ মনে।
নীল দিগন্তে নেশার মোহে
এক ছুটে যাই চলে,
দেখি কেমন পলাশ আগুন
দাবানল হয়ে জ্বলে।
মন দুয়ারে প্রেমের জোয়ার
উথাল পাথাল ঢেউ,
প্রেম বিলিয়ে পাই কত সুখ
জানে নাতো কেউ।
ভালোবাসার একটু ছোঁয়ায়
হৃদয় জুড়ে সুখ,
ভালোবাসায় সকল মানুষ
বাঁচে হাসি মুখ।
ভালোলাগা ভালোবাসায় খুশি
মনের সাহিত্য ঘর,
কলম সৈনিক পরিবারে
যুক্ত হওয়ার পর।
পরিবারের জন্মদিনে
শুভেচ্ছা জানাই সবে,
মনে আশা কলম সৈনিক সবে
প্রীতি বন্ধনে রবে।