নতুন লাগে সেই ফুলটা আজ
স্মৃতিপটে পোশাকি কথার সাজ
ভাবে না আর সেই নাম অন্তরে
দেখে না স্বপ্ন মনআকাশ জুড়ে।
হয়তো জাগে না আর অনুভূতি
বাজে না সে হৃদয়বীনায় সুর
মেলে না যে আর হিসেব নিকেশ
আবেগী ভালবাসা নয় মধুর।
নতুন লাগে সেই ফুলটা আজ
স্মৃতিপটে পোশাকি কথার সাজ
ভাবে না আর সেই নাম অন্তরে
দেখে না স্বপ্ন মনআকাশ জুড়ে।
হয়তো জাগে না আর অনুভূতি
বাজে না সে হৃদয়বীনায় সুর
মেলে না যে আর হিসেব নিকেশ
আবেগী ভালবাসা নয় মধুর।