যে রাতে তারারা ওঠেনা
সে রাতে জন্ম নেয় কবিতারা
আকাশ মেঘলা হলে
ঠোঁট চোখ ভারী হয়ে যায়
কলমের মুখ থেকে বেড়িয়ে পড়ে
সামলে রাখা আগুনগুলো
সময় ক্ষতগুলোই পাপড়ি সাজিয়ে
ফুটে থাকতে শেখালেও
সেই সময় ই আবার রুদ্রানী হতে শেখায়
যে রাতে তারারা ওঠেনা
আমার নতুন জন্ম হয়
যে রাতে তারারা ওঠেনা
সে রাতে জন্ম নেয় কবিতারা
আকাশ মেঘলা হলে
ঠোঁট চোখ ভারী হয়ে যায়
কলমের মুখ থেকে বেড়িয়ে পড়ে
সামলে রাখা আগুনগুলো
সময় ক্ষতগুলোই পাপড়ি সাজিয়ে
ফুটে থাকতে শেখালেও
সেই সময় ই আবার রুদ্রানী হতে শেখায়
যে রাতে তারারা ওঠেনা
আমার নতুন জন্ম হয়