আমার কোন পক্ষিরাজ নেই যে সারা পৃথিবী ঘুরে বেড়াবো ,
আমার শুধু আছে স্বপ্নের ভেলা যাতে পাড়ি দেবো অতল সমুদ্রে ।
দিক নির্ণয় করার কম্পাস নেই তাই আমি বেতালা ,
তাই আমি গান গাই নতুন যুগের ভোরে আর যত সমস্যা উথাল পাথাল ঢেউয়ের মতো আমাকে ভাসিয়ে নিয়ে যায় দিল দরিয়ায় ,
মত্ত ঝড়ের মতন খ্যাপাটে বাতাস আমার ভেলাকে ওল্টাতে চায় ,
আমি দুহাত তুলে গান গাই ,আকাশ কান্না ঝরায় অঝোরে।
আমার কোন পক্ষীরাজ নেই, যে উড়ে উড়ে চলে যাবো অজানায় ।
আমার তো ভালোবাসা ছাড়া আর কোন সম্পদ নেই এই পৃথিবীতে ,
যে তার মায়ায় ফিরে আসতে হবে,
আমি ভেসে যাব দিল দরিয়ায়, গান গাইতে গাইতে নতুন যুগের ভোরে…