“দাও ফিরে সে অরণ্য
দাও হে নগর”,
সবুজ বনানী যত
দিঘি সরোবর।
প্রগতির তরে করো
দ্রুমদল ছেদন,
প্রকৃতি করছে দেখো
নীরবে রোদন।
সূর্য কর অগ্নিসম
বৈশাখ জ্যৈষ্ঠ মাসে,
নাভিশ্বাস ওঠে সদা
দাবদাহ ত্রাসে।
ধরা মাঝে কত প্রাণী
জল কষ্টে থাকে,
প্রখর উত্তাপে কখনো বা
কাতর স্বরে ডাকে।
উষ্ণায়ন বিশ্বময়
হিমবাহ গলে,
সাগরের জলসীমা
বাড়ে প্রতি পলে।
বৃক্ষছেদন, পুকুর ভরাট
এসবের ফলে,
মেঘহীন নভতল
নেই বৃষ্টি ভূতলে।
প্রকৃতির অভিশাপ
ভারসাম্যহীনতা,
মানব সমাজে আনে
অবক্ষয়, বিপন্নতা।
বৃক্ষ ছেদন হোক বন্ধ
জলাধার যত,
বিশুদ্ধ বায়, অক্সিজেনে
বাঁচবে সুস্থ মত।