গুরুদক্ষিণা
সাতসকালে অনিকেতের ডাকে ঘুম ভেঙ্গে গেল পন্ডিত স্যারের। তাড়াতাড়ি বেরিয়ে বললেন কিরে কি’হল? অণি প্রণাম করে মেলবক্স খুলে বলল, স্যার আমি আই,পি,এস পরীক্ষায় সফল হয়েছি, খুব তাড়াতাড়ি বাকী কাগজপত্র তৈরির পর জয়েন করব। আনন্দে বিভোর হয়ে বিপত্নীক বিনয় পন্ডিত তাকে জড়িয়ে ধরলেন। এরপর ট্রেনিং শেষে
গ্রামে ফিরল দিনমজুরের ছেলে অনিকেত ঘরামী। বাবা-মাকে নিয়ে পন্ডিত স্যারের বাড়ি গিয়ে অকাল বৈধব্যপ্রাপ্তা ছেলেবেলার সাথী মাধবীকে বিয়ের প্রস্তাব ও পন্ডিত স্যারের সারা জীবনের দায়িত্বের অঙ্গীকার করল।
পন্ডিত স্যার সকলকে ডেকে বললেন আজ আমি পৃথিবীর সবচেয়ে গর্বিত মানুষ। এই ভাবে অনিকেত তার গুরুদক্ষিণা দিল।