শ্রাবণ বেলায় বৃষ্টি ভেজা কদম ফুলের দোলা,
মন উচাটন তেপান্তরের দিগন্ত আজ খোলা।
বনচ্ছায়ে তমাল তলায় মনের মানুষ সাথে,
কল্পলোকের পানসি চড়ে মন আনন্দে মাতে।
নির্জনে সেথা সুখে খেলাঘর বাঁধতে লেগেছি হৃদে,
স্নিগ্ধ সোহাগে প্রেম আলাপনে মিটিয়ে পিয়াস খিদে।
পিঞ্জর হতে মন পাখি আজ মুক্ত আকাশে ওড়ে,
ইচ্ছে যা খুশি চিত্ত উছল বেহায়া প্রেমের ঘোরে।
চাতক হৃদয়ে চুপকথা সব ছিল অপেক্ষায় চেয়ে,
আজ বরষাতে মন বীণা উঠে মল্লার রাগে গেয়ে।
অপার্থিব যে তবু মনে সুখ রাজে ভেবে প্রিয় তোমা,
খেলাঘর মাঝে এলে নব সাজে কাটবে জীবন আমার।
অবুঝ এমন শুধু অবিরত কত যে স্বপন আঁকে,
প্রত্যাশা আলো যদি অবশেষে জ্বলে তব হৃদি বাঁকে।
দিশেহারা হই এমনি দিনে বিজনে যখন থাকি,
খেলাঘর বাঁধি মনের ভিতরে চিদাকাশে প্রেম মাখি।
মন বালুচরে কত ভাঙাগড়া অবিরত চলে খেলা,
এসো প্রিয় তুমি মোর খেলাঘরে করো নাকো মোরে হেলা।