সারাদিন হাঁটতে হাঁটতে ক্লান্ত আমার পথ ।
কাছে এসেও থেমে গেল, আমার বিজয় রথ ।
ধৈর্য হারা, দিশেহারা, গন্তব্যে চঞ্চল ।
রাজতন্ত্রে দখল হল আমার অঞ্চল ।
সৌর্য – বীর্য পথের মাঝে ধুলিস্যাৎ ।
ঊষা এলো তবু কেন কাটলো না রাত ?
এখন চলছে, বিবেকের সঙ্গে বাস্তবের সংঘাত ।
তাহলে আমার পথটা কি ভুল ছিল ?
তাই কি ভগবান এই ক্লান্তি দিল ?
নাকি এসবই কালের নিয়ম মাত্র ?
এখনও অনভিজ্ঞ আমি, সময়ের কাছে ছাত্র ।
যে জয়ের মোহে ডুবে ছিলাম দিবারাত্র ,
ভুল ছিল সেটাও বোধহয় ।
তাই বুঝি অসময়ে এইরূপ পরাজয় ।
বিবেক জেগেছে, তাই ক্লান্তিতেও সুখ ।
সবকিছু হারিয়েও ভরে গেছে বুক ।
যে রাজার ছিল মনের অসুখ ,
সে আজ সুস্থ – সবল ।
দাম্ভিক সেই রাজা এখন ভালোবাসে কোলাহল ।