এসো কাছে
হাত রাখো হাতে
মরতে হয় মরবো অপঘাতে;
এসো তবু শপথ করি শপথের পথে,
অনুশোচ অনুযোগ
ত্যাগ করেছি জীবনের সব ভোগ
পুনরায় কাল রাতে দেখা হলো স্বার্থের সাথে যেন
আমি তুমি;তুমি আমি এক হইনা কেন?
মিছে মিছে তরী খানা ভেসে যায়
আপন এই সমাপন গতি
এখনই নেব বিসর্জন
আসে যদি গতিময় জীবনের নদী
এসো তবে আরো কাছে
সুখ ভোলো;দুঃখ ভালো;
করো গ্রহন সাধারণ সহজে,
হাত মোর ছোট ছোট
ছোট হাত বড় হাত
এই হাত সেই হাত
আমি তুমি এক হলে হবে ওরা কুপোকাত।