কিছু পথ পাখনায় , কিছু বুকে হেঁটে
কিছু পথ সামলায় , কিছু যায় ঘেঁটে ।
কিছু পথ পত্ পত্ , কিছু ধপাধপ্
কিছু পথ গেঁতো গৎ , কিছু টপাটপ ।
কিছু পথ গমগমে , কিছু শুনশান
কিছু পথ ঝমঝমে , কিছু আনচান ।
কিছু পথ পাহাড়ের , কিছু সাগরের
কিছু মরা কোটালের , কিছু জোয়ারের ।
কিছু পথ অনশনে , কিছু মহাভোজে
কিছু পথ পরবাসে প্রশ্নের খোঁজে ।
কিছু পথ হাটখোলা , কিছু মর্মের
কিছু পথ বাস্তব , বাকি স্বপ্নের ।
টুকরো টুকরো পথ জুড়ে জুড়ে আয়ু
জীবনের উত্তরে মৌটুসী বায়ু ।