কবিতা আমার লালচ চোখের শাপ মোচন
কবিতা সেতো তীব্র আঁধার আলোর নাচন।
কবিতা আমার আপ্ততা ভরা সখ্য আলাপ
কবিতা সেতো অবহুলতার স্থিতধী প্রলাপ।
কবিতা আমার কৃষ্ণচূড়ার ললিত শোভা
কবিতা সেতো পঙ্কিলতায় বিমল তীব্র প্রভা।
কবিতা আমার তপ্ত দুপুরে হিমেল বাতাস
কবিতা আমার ব্যথার মধ্যে সুখের আভাস।
কবিতা আমার প্রাণের ক্ষালন, অখিল মনে হিল্লোল
কবিতা সেতো ইরণ ভূমিতে গগনাম্বুর বজ্র বোল।
কবিতা মানে মানসপটে অষ্টরসের নইর্ আস আমি
কবিতা সেতো আবিষ্ক্রিয়ার অনন্য এক প্রয়াস।