যাঁরা না খেয়ে আছে
তারা ভালো আছে;
যারা খুব খেয়েছে
তারা ফাঁদে পড়েছে;
যারা অনেক কিছুই চেয়েছিল
তারা সব হারাতে বসেছে;
যারা কিছুই চায়নি শুধু বেঁচে থাকতে চেয়েছিল তারা উদারতার উদাহরণ গায়ে মেখে এখনো দাঁড়িয়ে আছে;
যাদের স্বপ্ন ছিল আকাশকে ছুঁয়ে ফেলবে
তারা আকাশের কাছে গিয়েও ঝপাৎ করে পড়ে গেছে মাটিতে;
যাঁরা বেঁচে থাকার স্বপ্নটুকুও দেখতে শেখেনি
এখন তারাই প্রকৃত মানুষের স্বীকৃতি পেয়েছে;
যাঁরা কেবল নিভৃতে কর্মের সাথে
নিজের ধর্মকে যতন করেছে নিরলস ভাবে
তাঁরাই কেবল বিশ্ব সমাজে
প্রকৃত গুণীর স্বীকৃতির অর্জন করতে পেরেছেন।