বহুদিন কবিতা লিখিনি __
কি জানি কলমে র কালি কি শেষ !
এখনো ফুরোয় নি সময়
এখনো তো আছি বেশ ।
কবিতা কি লেখা যায়?
কবিতা পাবার আশায়
ছুটে ছুটে গেছি পাহাড় পেরিয়ে ওপারের কত দেশে,
এক মুহূর্তে নদী ডিঙিয়ে সমুদ্রের বুক চিরে অন্য এক পরিবেশে।
জনতার মিছিলে,
মহামিলনের জনজোয়ারে,
কবিতা পাইনি।
দাঁড়িয়ে দেখেছি অভুক্ত মানুষের হামাগুড়ি।
অভিজাত শহরের বুকে লেজার আলোয় যৌনতার সুরসুরি।
ছুটে গেছি বারবার শ্মশানে-কবরে।
হাসপাতালে ভর্তি হয়েছে মুমূর্ষু রোগীর শিয়রে ।
বহুদূরে আজন্ম লালিত প্রেমের কাছে পেতেছি হাত,
সারাদিন শেষে ফুটপাতে ধোঁয়া ওঠা কালো হাড়ির ভাত।
কবিতা আসেনি ___
পৃথিবীর সব বেশ্যাদের কাছে কবিতা চেয়েছি ।
কবিতা চেয়েছি হাত কপালে ঠুকে,
সীমান্তে র অতন্দ্র প্রহরী কে ডেকে।
কবিতা পাইনি আয়লাতে
দস্যু ঝড় যশের কাছে।
শেষমেশ কবিতা লিখতে বসেছি__
কিছু এলোমেলো ভাবনা , কাব্যিক মোড়কে
ছাতা খুলে কিছু আড়াল করে
আতেলদের মতন নাকি সুরে পদ্য লিখেছি।
কবিতা আসেনি __
কবিতা পাইনি __
যেমন পাইনি কোনো প্রেম,
হৃদয়ের একটা কোনো বাসা।
কবিতা লিখিনি
কবিতা লেখা যায় না ।