পুরানো কাসুন্দি গলায় আটকে আছে বহুদিন,
ঝেড়ে ফেলার ব্যর্থ প্রয়াসে সাঁড়াশির মতন
চেপে ধরল ধারালো ক্ষুর,
বিবেকের নিয়মিত তা থৈ থৈ নাচ
যথা-তথা পায়ে ফোটে ভাঙা কাঁচ,
বাঁচার নামে রসদের এলাহি আয়োজন
স্মৃতি যদিও ভারাতুর!
অন্ধকারেই যে বাঁচতে চায়
চক্ষুষ্মান হয়ে সে কাছে পেল
‘তমসো মা জ্যোর্তিগমোয়”,
সামনে এখনো প্রশস্ত পথ চিকচিক,
ঝলমলে পোশাক পরে আশারা দন্ডায়মান পাড়ার মোড়ে,
বিগত দুঃখকে এড়িয়ে যেতে যেতে যেতে
বুঝতে পারে সে, ক্রমশ পলকা হচ্ছে
মন এবং ভয় ও ক্ষয়।