ঈদগাহেতে যাচ্ছে খোকা
বাবার হাতটি ধরে,
নতুন জামা মাথায় টুপি
খুশিতে মন ভরে।
ঈদের দিনে ঘরে ঘরে
আয়োজন যে কত,
সেমাই পায়েস কোপ্তা পোলাও
ফিরনি মিঠাই যত।
তিরিশ দিনের রোজার শেষে
দেখলো ঈদের চাঁদে,
উৎসবেরি আমেজ মনে
নানা আশা বাধে।
ঈদের নামাজ পড়ছে সবাই
একসাথে একসুরে,
মনটা ভরে নামাজ করে
হৃদয় খোকার জুড়ে।
আসার পথে দেখলো খোকা
কত দুখী জনে,
মনটা দুলে উঠল খোকার
জাকাত দিলো ধনে।