আমি অনেক পথ ঘুরে দেখেছি
কোন পথই আমার নয়
আমি অনেক খাবার গ্রহণ করে দেখেছি
সেই খাবার গুলি আমার নয়
আমি অনেক হাওয়ায় গা ভাসিয়েছি
অবশেষে দেখলাম, ঐ হাওয়া আমার নয়
আমি অনেক মানুষকে সন্তুষ্ট করতে গিয়েছিলাম
শেষ পরিহাস শুধু উপহাস,
তারা কেউ আমার নয়
মাঠ,ঘাট, পাহাড় পেরিয়ে
ছুটে চলেছি আমি অনেক দূরে
ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে শরীর গেছে নুয়ে
অনেক মানুষের ভিড়েও কাউকে তেমন পাইনি খুঁজে
যা কিছু ভেবেছিলাম আমার
সেগুলো কিছুই নয় আমার
পথ জানিনা কবে শেষ হবে
সেই দিন আমি রবো কি এই ভবে ?
ইতিহাস হবে আমার এই চাওয়া-পাওয়া তবে।