একটুকরো ছাদ দিলে যদি আমায়
বন্যায় ভাসতে চাই নি বলে,
হৃদয়ে আগুন দিয়ে কেড়ে নাও
পায়ের নীচে মাটি আসুরিক অভিলাষে।
একটুকরো ছাদ ছিল মনের মতন,
অনেক ঝড়-জল-বৃষ্টির শত্রুতায়
ইতিহাস হয়ে গেছে কত কথা কত স্মৃতি,
প্রতিদিনের ছোট বড় দুঃখ সুখ
ভেলায় ভেসে যেতে যেতে
আনন্দ নিয়েছি কুড়িয়ে অবিরাম-
এখন এক লুঠেরার সাজে
আমায় করলে ভিখারি।