কত সহজেই তুমি ফালতু ভাবতে পারলে আমায়
কত সহজেই আমার মূল্য গুলোকে মুছে ফেলতে পেরেছ তুমি.!
কত সহজেই সব স্মৃতি গুলো ভেঙে ফেলেছ আজ,
তোমার স্পর্ধা আর আস্পর্ধা দুটোই সীমানা ছাড়িয়ে গেছে আজ।
ভালো লাগেনা আর এই ঘর বাঁধা বাঁধা খেলা
ভালো লাগে না আর এই পথে একসাথে চলা
কত যে ভুল করে তোমার হাত ধরেছিলাম……
আজ তা প্রশ্নবোধক চিহ্ন
কত যে ভুল করে তুমি আমার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলে….
আজ তা অভিশাপ সমান।
আমাদের অগ্নিপরীক্ষায় কোথাও ভুল ছিল
আমাদের মন বোঝাবুঝির মাঝে কোথাও সততার অভাব ছিল
দীর্ঘ বছর পেরিয়েও আমাদের মন গড়তে পারলাম না
দীর্ঘ দশক পেরিয়েও আমরা কেউ কাউকে ধরতে পারলাম না
দীর্ঘ শতক পেরিয়েও আমরা একসাথে মরতে পারলাম না
আজ থেকে হাজার বছর পেরিয়ে গেলে—-
একদিন আমাদের এই ইতিহাস নিশ্চিহ্ন হয়ে যাবে।
কোনদিনও বুঝলে না আমায়,
আর তুমি বুঝবে কবে?
যদিও বা তুমি বুঝতে তবে বুঝবেই বা কবে?
আর নেই যে সময়…….
যদি পারো হাসিমুখে দিও বিদায়।