আকাশের বুক চিরে যখন বৃষ্টি পড়ে, জল ভরা মেঘ ভেসে যায় ধুয়ে মুছে!
মেঘবতীর বুক ভরা না বলা কথা গুলো বলো কেমন করে কবিতা হয়ে ঝরে পড়ে তোমার হৃদয়ের উঠোন জুড়ে।
তুমি নিঃশব্দে পড়ে নিও সেই বিশুদ্ধ ভালোবাসা ভরা কবিতা।
গাছ ভরা শুধু তোমার কবিতা। সেই গাছের পাতায় পাতায় লেখা আছে কতো কবিতা।
আমি একটি কবিতা পড়তে চাইলে ঝরা পাতায় কান্না জল ঝরে পরে।
তুমিই বলো অব্যক্ত কথা গুলো কবিতা হয়ে যায় কেমন করে!
পারলে তুমি বুঝে নিও তোমার কবিতা কে!
প্রতি বছর প্রকৃতির বুক ছুঁয়ে, কোকিলের কুহূতানে শিমুল পলাশের আগুন রঙে বসন্ত আসে।
তোমার বসন্তের অপেক্ষায় আমি প্রহর গুনি, তুমি তখন মগ্ন তোমার কাজে।
আমার বসন্তের হলুদ, লাল, গোলাপি রঙগুলো সব তখন কেমন করে বলো কবিতা হয়ে ঝরে পড়ে তোমার বুকের অলিন্দে ফুল বাগানে!
তুমি কান পেতে ফুলের ভাষায় শুনে নিও সেই কবিতা।