ইঁদুরের তবু পালাবার পথ রয়েছে গর্ত
আমাদের তাও নেই হে ময়ুর মনে করে নিও
আমরা এখন কুষ্ঠরোগীর চেয়েও কাতর
নগ্ন হাতের তালুতে ঘুমিয়ে চোখের ভিতর
চোখের ভাঙ্গন সামলাই আজো
আর কিছু নয়, আর কিছু নয়–
চোখের খোড়লে সূর্য হাজার উঠলেও তাতে
আলোটি পড়ে না, ঝিলমিল হাড়
মাংসে তরল ফেনা ভাত ভরা স্নিগ্ধ ডালায়
প্রবাহিত নয় কারো সঞ্চয়
আমাদের সব পরাজয় তুমি
মনে করে নিও, মনে করে নিও
আমাদের মুখ মুখ নয় আর শূন্যতা সেঁকা
শীতের চুল্লী তপ্ত আঁধার। আমাদের বুক বুক নয় আর–
গুপ্তঘাতক পালানো বিবর। আমাদের চোখ চোখ নয় আর–
অগ্নিদগ্ধ যুগল শহর পুড়ে পুড়ে যায়…
অস্তিমে আর অন্তিমে যায়
পুড়ে পুড়ে যায়
আমাদের হাত হাত নয় আর–
অস্ত্র হঠাৎ মনে হয়, বুঝি
এই ভয়ে বুকে স্পশ করেছি
পালাবার পথে পাথুরে গুহায়
খণ্ড পাথর স্পর্শ করেছি, স্পর্শ করেছি
আর কিছু নয়, আর কিছু নয়,
এর চেয়ে বেশী আর কিছু নয়।