এমনই এক বারো তারিখে আপনি আমাকে হুংকার দিয়েছিলেন;
আপনার মনে আছে স্যার.?
আপনি আমাকে এই পাড়া ছাড়ার কথাও বলেছিলেন;
আপনার মনে আছে স্যার.?
স্যার আমার কিন্তু সব মনে আছে
অন্যায় তো আপনারই ছিল; আমার তো কোন ভুল ছিল না;
কিছু স্বার্থ-সন্ধানী দস্যুর সাথে আপনিও যৌথভাবে আমাকে আক্রমণ করলেন..?
আপনিও কেমন ভাবে ওদেরই মত মূর্খ হয়ে গেলেন বুঝলাম না…..
তবে একথা বুঝলাম…..
অর্থ এবং স্বার্থ আপনাকে অন্ধ করে ফেলেছে
অর্থ এবং স্বার্থের চশমা পড়ে আপনি আর আমার মত সৎ ব্যক্তিকে দেখতে পান না
আপনার বিবেক বুদ্ধিটাও বিক্রি হয়ে গেছে ঐ স্বার্থের হাটে,
আপনাকে আমি বা আমরা জনদরদী ভেবে ভুল ভেবেছিলাম
আপনি কোন কালেই জনদরদী ছিলেন না,
জনপ্রিয়তার স্রোতে ভেসে ভেসেই আপনি বাস্তবের মাটি ছেড়ে দিয়েছেন বহু আগে
আজ আপনি চাইলেও বাস্তবের কাছাকাছি পৌঁছতে পারবেন না
আপনার সঙ্গ সাথীরাও কেবল হিসেবে মগ্ন
স্পষ্ট ভাষায় আমার লেখালেখির কারণে তারাও আমায় গালি দিয়েছিল খুব
আপনাদের সামনে শো-কজ করার কথা ছিল আমার
আমিও ভেবেছিলাম গলায় জুতোর মালা ঝুলিয়ে আপনাদের সামনে হাজির হব
সকলের সামনেই বলে দেব কেন আমি সেদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম
দুঃখের বিষয় আপনারা আর ডাকলেন না
আমিও আর আপনাদের সামনে জুতোর মালা পড়ে অন্যায় স্বীকার করতে পারলাম না,
সৎ মানুষের কপাল পোড়া;
অসতের ঘর আলোয় ভরা;
আমি জানি কোন একদিন হয়তো আপনিও আমার মত অবিচার পাবেন
সাথেও হয়তো কাউকে সেই ভাবে পাবেন না সেদিন
আমি নিশ্চিত; আমি নিশ্চিত; সেই দিন আপনি আমাকে স্মরণে পাবেন
সময়ের সাথে সাথে আপনি নিজেকে হারাবেন, নিজেই নিজেকে খুঁজবেন
আমি বদলাবো না;
আপনারা আমাকে যতই হুমকি-ধুমকি; গালিগালাজ; চড়, অপমান দেবেন
আমাকে কোনভাবেই আপনারা পরিবর্তন করতে পারবেন না
আপনারা চিরকাল আমাকে এভাবেই পাবেন,
আমাকে এভাবেই পাবেন,
আমি যে সকলেরই কবি।।