তিরতির তিতিরের কিশোরী ডানার ঢেউ যতদিন
রোমাঞ্চ নদী হবে শীত শীত শীতল শরীরে ,
প্রেমের পরাগ পালে এঁকে যাবো
উড়ুউড়ু হ্লাদিনীর হাওয়া ।
যতই বাড়ুক বীজে সংসারী পাতাদের পাক ,
দেখে যাই অমলিন প্রেম পেতে হেঁটে যায়
সরস্বতী হলুদের ঝাঁক ।
সংলাপ ভেসে আসে –” বললাম , শুনলো না …”
পাঞ্জাবি না-পরার পলকা পালক অভিমান ।
হয়তো আগামী তরশু তীরে ভেসে যাবে
চকমকি – শোলা -ছোঁয়া আগুন আহ্লাদ ,
তবুও শুরুর শ্বাসের শেষে অনন্ত ইথারে
আজকের দৃশ্য স্বাদ , চিরসত্যে অনির্বাণ
মেঘে মোড়া ভ্রুকুটির ঝিরিঝিরি ভ্রু চুম্বনে ।