হে মহামানব আবার এসো ফিরে,
তোমরা প্রতিষ্ঠা করছে বিধবা বিবাহ,
নারীশিক্ষা,বন্ধ করেছো
বাল্যবিবাহ, সতীদাহ,
দিয়েছিলে নারীর মৌলিক সামাজিক অধিকার,
হায়, আজ নারী সুরক্ষা অবহেলিত,
অত্যাচার, নিপীড়ন, অসন্মান নারীর ভূষণ,
একদল পশুরূপী মানুষে ভরেছে সমাজ,
প্রশাসনিক ব্যবস্থার গলদ এজন্য দায়ী,
দুর করে এই সব অনাচার,
প্রতিষ্ঠা করো আবার সুশাসন দেশে।