ওরে ও পশ্চিম বাংলা
দেখে যাও জঙ্গির হামলা
জঙ্গি ছাড়া থাকা দায়
হায়রে ফেঁসেছি জঙ্গির ঝামেলায়
হায়রে ফেঁসেছি জঙ্গির ঝামেলায়।
পাড়ায় পাড়ায়;মহল্লায় মহল্লায়; জঙ্গি উঁকি দিয়ে যায়
রাস্তাঘাটে ট্রামে বাসে কখন যে কে কার গুঁতোয় মরে যায়
আমি-তুমি; মা-বোন; বেঁচে আছি সেই ভয়ের ভাবনায়
আতঙ্কে সর্বদা বন্ধ রাখছি দরজা জানালা
আবার যদি আসে ফিরে জঙ্গির হামলা
সাবধান থাকো হে পশ্চিমবাংলা।
সাবধান থাকো হে পশ্চিম বাংলা।
এখনো সময় আছে চাও যদি সমাধান
হয়ে যাও হে নাগরিক বন্ধু; সকলেই সাবধান
সাবধানে পা ফেলো, সতর্ক থাকো করে পালন নীরবতা
জ্ঞানের চক্ষু জ্বেলে থাকো, সমাজকে দিও না ব্যথা
ফুলের মত সমাজ গড়তে চাই না কোন আমলা গামলা
চাই শুধু গড়তে প্রতিরোধ, যেন না হয় জঙ্গি হামলা।
জেগে ওঠো হে পশ্চিম বাংলা।
জেগে ওঠো হে পশ্চিমবাংলা।
এ বিষয়ে সমাজ রক্ষায় এগিয়ে এসো সকল জনগণ
জনগণই হবে শেষ কথা, বাড়াবে মনের বল
একতাই বল, একতাই সম্বল,
একতার ওপরেই ভর করব, হব না চঞ্চল
খুলে দেখো জালনা, দোলাও সুখের দোলনা
আমরাই করব রোধ, জাগবে আবার বাংলা।
সজাগ হও; হে পশ্চিম বাংলা
সজাগ হও; হে পশ্চিম বাংলা।