ভবের হাটে ভাব সাগরে
হলো কতোই খেলা,
মিছে মোহের পিছন ছুটে
কাটল সারা বেলা।
আসলে ভবে যেতেই হবে
সে তো সবাই মানি ,
সুকর্মেতে মনটা দিলে
শান্তি মেলে জানি।
আপন সুখে মত্ত হয়ে
পরে করলে হেলা,
প্রভুর কোপে পড়বে যবে
বুঝবে যে গো ঠ্যালা।
ভালো কাজের সুনাম আছে
নিন্দে খারাপ কাজে,
হিসেব করে চললে পরে
বলবে না যে বাজে।
জ্ঞানের আলো জ্বেলে দিয়ে
দেখো চক্ষু মেলে,
জীবন জুড়ে সব হিসেব যে
পূর্ণ তাকে পেলে।
