“শিউলি ঝরা হিমেল হাওয়ায়
কাশের বনে লাগলো দোল,
মেঘের ছানা আকাশ জুড়ে
মাঝেমধ্যে খাওয়ায় ঘোল।”
কুমুদ হেসে পাপড়ি মেলে
সরোবরে নিত্য ভোর,
গুঞ্জরিয়ে আসে অলি
মধু পানে মত্ত ঘোর।
“শিউলি ঝরা হিমেল হাওয়ায়
কাশের বনে লাগলো দোল,
মেঘের ছানা আকাশ জুড়ে
মাঝেমধ্যে খাওয়ায় ঘোল।”
কুমুদ হেসে পাপড়ি মেলে
সরোবরে নিত্য ভোর,
গুঞ্জরিয়ে আসে অলি
মধু পানে মত্ত ঘোর।