ঘুরে দাঁড়াও হিন্দু সমাজ, ঘুরে দাঁড়াও
ইতিহাসের কথা স্মরণ করে সামনের দিকে পা বাড়াও
প্রজন্মের হাতে কি উপহার দিয়ে যাচ্ছ ?
একবার অন্তত ভেবে নাও
ঘুরে দাঁড়াও হিন্দু সমাজ; ঘুরে দাঁড়াও
আওয়াজ ওঠাও হিন্দু সমাজ;আওয়াজ ওঠাও
কোটার নামে কাটাকাটি,
প্রতিবাদের নামে মাতামাতি
এবার থামাও ———-
সুপ্ত কণ্ঠ জাগ্রত কর; ঘুমকে এবার বিদায় দাও
আওয়াজ উঠাও হিন্দু সমাজ; আওয়াজ ওঠাও।
যারা তোমার ভাইকে মারে…….
বোনকে মারে……..
মাকে মারে……..
বাবাকে মারে ………
মারতে মারতে দেশটাকে করছে দখল
তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও।
রাজনীতি আর ভোগ নীতি দুটোকেই আজ ত্যাগ করো
পথ তোমাদের একটাই। মনুষ্য নীতি,
সেই পথে পথ ধরো
মরতে মরতে বেঁচো না
মরার আগেই না মর
প্রয়োজনে যার যা কিছু আছে—
তাই নিয়েই ঝাপিয়ে পড়ো
ঘুরে দাঁড়াও হিন্দু সমাজ ঘুরে দাঁড়াও।