“উঠোন ভরা শিউলি ফুল,
আকাশে পেঁজা তুলো।
কুমোর গড়ে মূর্তি মায়ের,
রঙিন হচ্ছে কুলো।”
ঈশান কোন কালো হল,
একটা ঘূর্ণি ঝড় উঠলো,
বিশাল জোরে বাজ পড়ল,
আমার দূর্গা হারিয়ে গেল।
“উঠোন ভরা শিউলি ফুল,
আকাশে পেঁজা তুলো।
কুমোর গড়ে মূর্তি মায়ের,
রঙিন হচ্ছে কুলো।”
ঈশান কোন কালো হল,
একটা ঘূর্ণি ঝড় উঠলো,
বিশাল জোরে বাজ পড়ল,
আমার দূর্গা হারিয়ে গেল।